Soham : করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী
টলিউডে করোনায় আক্রান্ত তারকাদের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল রাতে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ সহ এক ঝাঁক তারকা। এবার আরও একজন তারকার কোভিড পজিটিভ হওয়ার খবর এল। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা- রাজনীতিবিদ সোহম চক্রবর্তী।ফেসবুকে সোহম লিখেছেন, আমি ও আমার পরিবারের সদস্যরা কোভিড পজিটিভ। আমরা সকলেই নিভৃতবাসে রয়েছি। নিজের অসুস্থতার খবর দেওয়ার পাশাপাশি সকলকে মাস্ক পরা-সহ কোভিড বিধি মেনে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন সোহম।সৃজিত মুখার্জী, জিৎ গাঙ্গুলি, দেব, রুক্মিণী, পরমব্রত, রুদ্রনীল, রাজ চক্রবর্তী, শুভশ্রী একে একে সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ ধরা পড়েছে ছোটপর্দার অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তীর। এবার সোহম করোনায় আক্রান্ত হলেন। এখানে উলেখ্য বুধবার সোহম চন্ডীপুর শ্রীরামকৃষ্ণ মঠ পরিদর্শন ও মঠের শ্রীবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য চন্ডিপুর আসেন এবং মহারাজদের সঙ্গে পার্থনা সভায়-ও অংশগ্রহণ করেন।